সনদ কুমার বিশ্বাস

  • নব্য উদারনীতিবাদ ও জিরো ক্যালোরি সংস্কৃতি

    নব্য উদারনীতিবাদ ও জিরো ক্যালোরি সংস্কৃতি

    মাত্রা ডিঙিয়ে খাবার খেয়ে আমরা মুটিয়ে যাই। তবে এ আমাদের না চাইতেই পাওয়া দেহগড়ন। ইথিওপিয়ার বদি জনগোষ্ঠীর পুরুষরা যদিও তাদের সাধনা করে বানানো মোটা পেটকে দেহের সৌন্দর্য মনে করে, মুটিয়ে যাওয়া সমসাময়িক  নগর-সংস্কৃতিতে যেন তা একেবারেই বেমানান। নব্য উদারনীতিবাদের এই গ্লে­াবাল জমানায় ফিট শরীর ও খাদ্য গ্রহণের বেলায় পরিমিতি বোধকে প্রশংসা করা হলেও অন্যান্য ভোগ-বিলাসিতাতে…