সম্পদ বড়ুয়া

  • মৃত্যু

    আকাশের সারা গায়ে এতো নীল ছড়ালো কে আজ জলদগম্ভীর মুখে বসে থাকে, নেই তার কাজ। বাতাস নিয়েছে তাই তড়িঘড়ি অসময়ে ছুটি, রোদেরা বৃষ্টির সাথে সারাদিন করে খুনসুটি। জলের শিয়রে বসে মাছরাঙা, ডাহুকের দল কেমন উদাস সুরে গান গায় কোন জনমের, শিকারির কাছ থেকে ভিক্ষা মাগে এক গণ্ডুল জল, এই বুঝি কেড়ে নিল প্রাণটুকু, শাস্তি চরমের।…

  • ভালোবাসা ভালোবাসা

    তোমার চোখের জলে নদী নয়, বদ্ধ জলাশয় আমাকে ডোবায় শুধু, বলে – ডুব দিয়ে দেখো তলে, স্মৃতির ভাগাড়ে জমা কত প্রেম, বিরহ-প্রণয় আরো কত ছাইপাশ মিশে আছে এই নোনাজলে। তোমার চুলের খোঁপা কালো নয়, মেঘের আঁধার ঢাকে দিকচক্রবাল, আলোরেখা নিয়েছে যে ছুটি, লোমশ কেশর নিয়ে অন্ধকার সাম্রাজ্য বাড়ায় অরণ্যের পাশ ছুঁয়ে গেঁথে রাখে কাপালিক খুঁটি।…