আকাশের সারা গায়ে এতো নীল ছড়ালো কে আজ

জলদগম্ভীর মুখে বসে থাকে, নেই তার কাজ।

বাতাস নিয়েছে তাই তড়িঘড়ি অসময়ে ছুটি,

রোদেরা বৃষ্টির সাথে সারাদিন করে খুনসুটি।

জলের শিয়রে বসে মাছরাঙা, ডাহুকের দল

কেমন উদাস সুরে গান গায় কোন জনমের,

শিকারির কাছ থেকে ভিক্ষা মাগে এক গণ্ডুল জল,

এই বুঝি কেড়ে নিল প্রাণটুকু, শাস্তি চরমের।

হঠাৎ জলের শব্দ, পাখিসব মেলে দিলো ডানা,

একা বালিহাঁস শুধু কেঁদে কেঁদে বুকে নিল শর,

মৃত্যুর ভেতর দিয়ে যাত্রা তার, নেই পথ জানা,

পাতায় শোকের ছায়া, বৃক্ষরাজি কাঁপে থরথর।

মরণের বাঁশি বাজে বড় বেশি অনাদরে হায়,

প্রতিটি মৃত্যুর কাছে বাঁধা থাকে জীবনের দায়।

জীবন-মৃত্যুর মাঝে ভালো-মন্দ কত কী যে জোটে,

মৃত্যুর অপুষ্ট ফুল শোক-তাপে বড় হয়ে ফোটে।