সাজ্জাদ আরেফিন

  • চিত্রনাট্য

    পরিদের শরীরে কষ্ট মনে দুঃখের সংসার পূর্ণিমা রাত জ্যোৎস্নাজলে প্লাবনের রাত একদল পরি নামে শরীর থেকে মন থেকে খুলে ফেলে সব আবরণ উড়ায় বাতাসে পদ্মবিলে স্নানের উৎসব দুঃখদের কষ্টদের শরীরের মনের পদ্মবিলে দেবে বিসর্জন পূর্ণিমার জ্যোৎস্নাজলে ভিজে ভিজে গাইবে – সুখ-সংগীত – এমন একটি দৃশ্য ক্যামেরাবন্দি করতে একজন চিত্রী রাত জাগে দিন জাগে সময় ফুরোয়…

  • সম্পর্ক

    সাজ্জাদ আরেফিন   দূরত্ব কখনো কখনো একলা পাহাড় নির্জন – কোলাহলময়   আলো-ছায়ার দাগ জেগে থাকে অনাগরিক –

  • যুগল

    সাজ্জাদ আরেফিন   রোদের প্রহর তুমি সামনে দাঁড়ালে একটা সময়ও পাশে এসে দাঁড়ায় তোমাকে দাঁড় করিয়ে রেখে সময়টাকে দেখি –   না গোধূলি – না আলো-আঁধারি কড়া রোদের প্রহর আমাকে শাসাতে থাকে –   সাজাই আর ভাঙি সব দরোজা জানালা খোলা বাতাস গান গেয়ে গেয়ে এঘর ওঘর ঘুরে বেড়ায় – ফুলেরা বাধাহীন সৌরভ ছড়িয়ে রাখে…