চিত্রনাট্য

পরিদের শরীরে কষ্ট

মনে দুঃখের সংসার

পূর্ণিমা রাত

জ্যোৎস্নাজলে প্লাবনের রাত

একদল পরি

নামে

শরীর থেকে

মন থেকে

খুলে ফেলে

সব আবরণ

উড়ায় বাতাসে

পদ্মবিলে

স্নানের উৎসব

দুঃখদের

কষ্টদের

শরীরের

মনের

পদ্মবিলে দেবে বিসর্জন

পূর্ণিমার জ্যোৎস্নাজলে ভিজে ভিজে

গাইবে – সুখ-সংগীত –

এমন একটি দৃশ্য

ক্যামেরাবন্দি করতে

একজন চিত্রী

রাত জাগে

দিন জাগে

সময় ফুরোয় না –