সিঁড়ি

  • সিঁড়ি

    একটা করে ভাঙছি সিঁড়ি উঠবো বলে পাহাড়-চুড়োয় তবু কেন নামছি নিচে – জীবন আমার এমনি ফুরোয় বুকের ভেতর কোন পিপাসা প্রাণটা যদি একটু জুড়োয় সাঁতরে গেলাম অথই নদী – ত্রস্ত দু-হাত ঝিনুক কুড়োয় ভাবনা আমার অনেককিছু পাই না খুঁজে কূলকিনারা এমনি আমি ছন্নছাড়া – মনটা কেমন পাগলপারা জীবন যেন সুতোছেঁড়া বেতাল ঘুড়ি, এলোমেলো বেড়ায় ঘুরে…