সুকান্ত বিশ্বাস

  • ম্যারিনার-প্রতীক্ষায়

    আমাদের প্রিয়জন সীমানা ছাড়িয়ে ওপারে পাখি হয়ে উড়ে যায় আমরা জনপদে নদী, ডোবা, জল শুকিয়ে দিই দুই হাতে, ওরা যেন আর না ফেরে পরিযায়ী প্রাণ পুরাণে এই দেশ; ব-দ্বীপ জলের আকর ছিল নদীময় ভালোবাসা শ্যামল প্রহর জলই তো আদি সত্য তৃষ্ণার জল, স্নানের শুশ্রূষা  সবশেষ পাখি এক অ্যালব্যাট্রস খুনের রক্তে শুকিয়ে কাঠ জলদ কণ্ঠস্বর জনপদে…

  • পাখি ও বৃক্ষ

    সুকান্ত বিশ্বাস পাখির কাছে বৃক্ষের ঋণ বৃক্ষ তাই পাখির জন্যে বোধিজ্ঞানে ধরে রাখে পাতার পালকে বোনা ভালোবাসা আকাশের নিচে আমরা সবাই কেউ পাখি কেউ বৃক্ষই তো!