ম্যারিনার-প্রতীক্ষায়

আমাদের প্রিয়জন সীমানা ছাড়িয়ে

ওপারে পাখি হয়ে উড়ে যায়

আমরা জনপদে নদী, ডোবা, জল

শুকিয়ে দিই দুই হাতে, ওরা যেন

আর না ফেরে পরিযায়ী প্রাণ

পুরাণে এই দেশ; ব-দ্বীপ জলের আকর ছিল

নদীময় ভালোবাসা শ্যামল প্রহর

জলই তো আদি সত্য

তৃষ্ণার জল, স্নানের শুশ্রূষা 

সবশেষ পাখি এক অ্যালব্যাট্রস

খুনের রক্তে শুকিয়ে কাঠ জলদ কণ্ঠস্বর

জনপদে লু-হাওয়ায় বৃষ্টির আবাহনে

ম্যারিনার-প্রতীক্ষায় আমরা আজ অবশিষ্ট রয়েছি চাতক