সুপ্তবীজ

  • সুপ্তবীজ

    সুপ্তবীজ

    রুপালি রোদের পরশ নিয়ে মাঠের দিকে এগোতে লাগল চন্দা। আগে এ-গাঁয়ে কার্তিক মাসের শুরুতে এতো সকালে কেউ মাঠের দিকে যেত না। ঋতু-বৈচিত্র্যে কার্তিক মরা মাস হলেও দিন পাল্টে যাচ্ছে। চন্দাদের পরিবারের অনেকেই একসঙ্গে মাঠে যাচ্ছে। মরা মাসেও কিষান-কিষানিরা মাঠে সবুজ ঢেউ ওঠায়। মঙ্গা মোকাবিলায় গ্রামের প্রায় সবাই এখন চাষ করছে আগাম জাতের ব্রি-৩৩ ও বীণা-৭…