সুবর্ণভূমির খোঁজে

  • সুবর্ণভূমির খোঁজে

    সুবর্ণভূমির খোঁজে

    নরসিংদী শহর থেকে বারো-চোদ্দো মাইল পুবে একটা গ্রাম আছে, যার মাটি শুকনো আর লাল, পথগুলিতে কাঁকড় বিছানো। মাঝে মধ্যে নিচু টিলা, ঘাস ছাওয়া ঢিবি। কিছুদিন হলো মানুষ জেনেছে, ঢিবিগুলির নিচে আদিযুগের স্থাপনা। আদিযুগ কতটা আদি – তা নির্ধারণ করতে জমি খুঁড়ে কিছু স্থাপনার কংকাল বের করা হয়েছে।  ইটের দেয়ালে-অলিন্দে পরীক্ষা চালিয়ে, মাটির ভাঙা পাত্র, পুতুল-পাতিল…