হেনরী স্বপন

  • নাভির উঠোন ছুঁয়ে

    হেনরী স্বপন অবাক বাসর ঘরে, কীট আর আরশোলা বাস করে এ কেমন সংসার পেতেছ, কুমিরের ঘর ভাঙা ঝড়ে? ব্যাকুল বাতাস, কখন ধানের ক্ষেতে করে ওড়াউড়ি? যখন আড়ালে চিতাবাঘ হয়ে ওঠে হৃদয়ের ঘুড়ি। আঁজলায় ভরা জল তোলপাড় করে হাওয়ার কামড়ে। চুম্বন এঁকে দিয়ে যায় বুঝি কেউ? অবগাহন ধুয়ে অভিভূত সেই ঝড় বয়ে যায় নাভির উঠোন ছুঁয়ে।

  • কচিঘাসে চরে ভেড়াও

    হেনরী স্বপনশীতল স্পর্শের মাছ – সাঁতরে বেড়ায়, ভাসে বাথটাবে কচুরিপানায় দোলায়িত শিরদাঁড়া পিঠ দিলে চেটে – ভঙ্গিমা পালটালে ফের নিচু ডালে ডালে বকুল ফোটাবে। ক্লান্ত পিদিম রমণে ক্লিষ্ট কেরোসিন জ্বলে আশ মেটে। ঘোরজ্বরে মৈথুনের রাত যায় চৈত্রের তৃষ্ণায় ফেটে। মাটির ঘড়ায় ঢেউ, দেহের উপর সাঁতরে বেড়াও … ছলকে উঠলে, বক্ষে গোপন কচিঘাসে চরে ভেড়াও।

  • চাঁদের বুড়িটাই নাচছিল

    হেনরী স্বপন   কীটনাশকের ভয়ে ছিটিয়ে রেখেছি, কাঠের অসুখে আঁশ হবে… বার্নিশের ঝলমলে তারপিন – শিউলি রঙের চিৎকার ছড়ালে, গাছের খোরলে কাঠঠোকরার, পড়ে থাকা বীর্য ঠোকড়াচ্ছে কেউ আদিম গুহামানব – সিগন্যাল বাতির আলোয় হলুদ শর্ষেক্ষেতের মতোন… রাজনীতির পোশাক পরছে না কেউ।   দেবতারা হাঁটছে পবিত্র মানুষের সরোবরে ফোটা; শ্বেতবর্ণ কৃঞ্চবর্ণ বন্ধুতার ভেদাভেদ, কখনো কুকুর শেয়ালের…

  • ভিডিও ফুটেজমাখা

    হেনরী স্বপন বরফের কথা ভেঙে-ভেঙে শোনাতে চাইছি সে-কথায় গলে যায় সূর্যাসেত্মর তাপ,   রাত্রির গভীর গন্ধ আরো অন্ধকার দিয়ে ঢেকে ফেলি বুকে জড়িয়ে দিই ফটোর অ্যালবাম খুলে নেগেটিভগুলো ল্যাপটপে আপডেট রাখি…! ঝরনার কলতানে… বড় বেশি কোমলতা ঝরে পাথর-পাহাড় ধসে পড়ে সর্বাঙ্গ ভাঙতে থাকে।   সেখানেই ভয়ংকর হয়ে ওঠে সম্পর্কের খাদে পড়ে উঠে দাঁড়ায় শিশ্নের ফণা…

  • দুটি কবিতা

    হেনরী স্বপন   বাউল বাড়ির দাদু কবিরাজ   বাউল বাড়ির পাশে পলস্নবিত কাননে কুসুম গাছ, সারি-সারি বাহারি পতঙ্গ ছড়াচ্ছে পরাগ – অপরাজিতার চেয়ে গাঢ়… আরো লাল ক্যামেলিয়া ফুটে অবাক হয়ে উঠলে আজ,   বিছানায় সেই ফুলতোলা দিদার চাদরে ঘুমিয়ে রয়েছে দাদু কবিরাজ।     বাউল বাড়ির ফটো   কাগজিলেবুর গন্ধে ফিরিয়ে আনলে বোলতার গায়ে পরা…

  • পিঠার খোলায় ভেজে ওঠা

    হেনরী স্বপন   পিঁপড়েও পিঠা খেতে আসবে না, মুষ্টি তুলে ভরা কলসিতে রাখা চালের গুঁড়োয় মায়ের হাতের গন্ধ নেই। ডানায় পালক নেই; উড়ে আসবো কী করে? গালিচায় আলাদিনের জাদু নেই; আকাশের মাপে মাপে শুধু অন্ধকার লেগে আছে খড়ের আগুনে পুড়ে গেছে পুচ্ছ কোনো আওয়াজ নেই; কাহারবা পেখম মেলব এসে আগুনের পাশে বসবো – পিঠার ছাঁচে…