কচিঘাসে চরে ভেড়াও

হেনরী স্বপন
শীতল স্পর্শের মাছ – সাঁতরে বেড়ায়, ভাসে বাথটাবে
কচুরিপানায় দোলায়িত শিরদাঁড়া পিঠ দিলে চেটে –
ভঙ্গিমা পালটালে ফের নিচু ডালে ডালে বকুল ফোটাবে।
ক্লান্ত পিদিম রমণে ক্লিষ্ট কেরোসিন জ্বলে আশ মেটে।

ঘোরজ্বরে মৈথুনের রাত যায় চৈত্রের তৃষ্ণায় ফেটে।

মাটির ঘড়ায় ঢেউ, দেহের উপর সাঁতরে বেড়াও …
ছলকে উঠলে, বক্ষে গোপন কচিঘাসে চরে ভেড়াও।