তিনি ছিলেন আমাদের মধ্যে, কিন্তু এখন তাঁর উষ্ণ উপস্থিতি আমরা আর কখনো অনুভব করব না। এটিই হচ্ছে মানুষের নিয়তি। কিন্তু আমাদের জন্য তাঁর এই তিরোধান যেমন কষ্টদায়ক তেমনি একান্ত অভাবিতপূর্ব। গত মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, দিনও তিনি এসেছিলেন আমাদের দফতরে যেমন আসতেন আগেও। পত্রিকার কাজ, প্রকাশের জন্য পাওয়া লেখাগুলি নিয়ে আলোচনা এবং আরো নানা বিষয় নিয়ে কিছু কথা – সব মিলিয়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি – এ সবই ছিল তাঁর সঙ্গে আমাদের শেষ সময়যাপন। মাত্র দু’দিন পরই, ৩রা অক্টোবর ২০২৫, আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি। হাসপাতালে নেওয়া হলো তাঁকে। কিছুটা আশার বাণীও পেলাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত ১০ই অক্টোবর চলে গেলেন চিরতরে। কাছের মানুষ শিক্ষাবিদ-কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আমাদের কাছে স্মৃতির মানুষ হয়ে গেলেন। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান। অসময়ে তাঁর চলে যাওয়ায় কালি ও কলম এবং বেঙ্গল ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাঁকে, ভালোবাসার সঙ্গে মনে রাখি।


Leave a Reply
You must be logged in to post a comment.