সুশীল মণ্ডল
পাশের বাড়ির জানা লায়
আচম্বিতে তোমার মুখ, ঘন আলো
হলুদ শাড়ির মৃদু দুলুনি
ঝাউপাতার দোল। আমি সরলরেখায়
থাকতে পারি না। শুধু পিছলে যাই
বর্ণময় একটি নদীর দিকে।
অস্ফুটে অনেক কথার বীজ
বপন করি
তোমার জানলার কাচে।
সুশীল মণ্ডল
পাশের বাড়ির জানা লায়
আচম্বিতে তোমার মুখ, ঘন আলো
হলুদ শাড়ির মৃদু দুলুনি
ঝাউপাতার দোল। আমি সরলরেখায়
থাকতে পারি না। শুধু পিছলে যাই
বর্ণময় একটি নদীর দিকে।
অস্ফুটে অনেক কথার বীজ
বপন করি
তোমার জানলার কাচে।