আমার কবিতা হোক

আমি আর তোমার কাছে কোনো কবিতা পাঠাবো না

হে বাতাস, তুমি আমার কবিতা উড়িয়ে নিয়ে যাও সাগরে

কবিতা ভাঙতে থাকুক বরফ গুঁড়োর মতো

ফেঁসো কি তুলোর মতো উড়তে থাকুক আমার কবিতা।

আমার কবিতা হোক মৃৎশিল্পীর অব্যর্থ তুলি

হোক শান্ত দিঘি, জল-থমথম হ্রদ,

হোক উদ্ধৃত অন্ধকার

আলো ফেলে যা অবিকল চিনে নিতে পারি।

আমার কবিতা হোক মাটিতে শিকড়

ধীবরের জালে ওঠা মাছ

তাঁতির মননে সিক্ত মায়াময় তাঁত,

চাষীর গায়ের ঘর্মাক্ত লবণ।

আমার কবিতা হোক আবহমানের প্রলিপ্ত আকরচিহ্ন

বন্য ঝড়ো হাওয়ায় উড়ুক আমার কবিতা

আমার কবিতা হোক অরুন্তুদ প্রেম তরতাজা

আত্মতায় লীন নয়, কল্যাণে নমিত।