১.
ব্যথা জাগিয়ে উড়লো পাখা
নীরবতা, নীরবতা।
২.
রাত যখন ওষুধের মতো
তাকে গিলে নিই ঘুমে
যদি ভোর আসে শুশ্রƒষার!
৩.
ভুলগুলো হয়ে যায়
বিশুদ্ধ ফুল।
খামখেয়ালিগুলো
যেন ভিমরুল!
৪.
ম্যাচের কাঠিটির মতো
ফস্ করে উঠলো জ্বলে
দাবানল!
পানি ছিটাও –
কে আছো ভিস্তিওয়ালা?