রবিউল হুসাইন
নিশ্চিত হওয়ার কী প্রয়োজন এখন
যেখানে অনিশ্চয়তার এত আয়োজন
বরং এই বিপদসঙ্কুলতায় দুলে দুলে
ভেসে ভেসে উৎপাটিত হই সমূলে
কোথাও স্থিরতা নেই নেই কোনো নিজস্বতা
নদীতে নৌকো ভাসে জলের কী স্বাধীনতা
কুলুকুলু বয়ে চলে যেদিকে ঢালুভূমি
দুই দিকে সারি সারি বিবর্তনের উষর জমি
পূর্ণ সতেজ সর্বংসহা দুঃখ-কষ্ট বহমান
মাঝে মাঝে কিছু আনন্দ-সুখ ম্রিয়মাণ
এটাই অনেক পাওয়া সমসূত্রে সময়বান্ধব
অপমান দুর্ব্যবহার ব্যক্তিস্বাধীনতার তা-ব
এভাবেই নাকি ব্যক্তিত্বের হাস্যকর সূচনা
দৃশ্যমান অর্থসম্পত্তি রক্ষায় এরূপ অবমাননা
ক্ষমতাবানদের আগ্নেয়াস্ত্রের মতোই শব্দাস্ত্র
যুগে যুগে ব্যবহৃত হতে হতে এখন ব্রহ্মাস্ত্র
সুখ-দুঃখও এখন শ্রেণিবিন্যাসে বহুবিভক্ত
যদিও হর্ষ বিষণ্ণতা যার যেমন একান্তই ব্যক্তিগত
Leave a Reply
You must be logged in to post a comment.