কোথায় যে গ্যালো

কইছিলাম না তুমি পত হারাইবা? শ্যাষে

ডাঙা না পাইয়া তুমি কই গ্যালা

তন্নতন্ন কইরগা হারাডা জীবনভর খুঁজলাম কত!

চেনাজানা যেহানে যেহানে ছিল, জিগাইছি কত

কইছি দ্যাখতে ক্যামোন ছিল হরীতকী রং জামাটা তোমার গায়ে,

শরীলডা নীল বেগুনী আভার মতো

দ্যাখলেই বোঝা যায় নির্জনতার উদ্দেশ্য সে জানে

ভেতরে ভেতরে কিছু ভাবে …

কোথাও না পাইয়া শ্যাষে জলউঁচা

বিলের বটের ধারে জিগাইলে কয় …

কয়দিন এ্যাহানেই আমার এ্যালান দিয়া

কীসব আওড়াইছে আর আহাশের তারা গুইনগা

বিড়বিড় করত ক্যাবল,

শ্যাষম্যাশ একদিন ইট্টু ঘুমাইছি যেই

জাইগা দেহি ডাঙা ছাড়া আমন জলের খ্যালা

দ্যাখতে দ্যাখতে কোতায় আড়াইয়া গ্যালো

তোমার হেই পুরুষ পক্ষীডা।