আসাদ গিয়েছিলেন রাজপথ রাঙিয়ে
সে-ও এই জানুয়ারিতে। বালক মতিউর ভাই আমার
তাও তো জানুয়ারি। এই জানুয়ারিতেই ঢাকা, সাভার থেকে
গোটা দেশ কাঁপিয়ে দিয়ে আকাশে উড়াল
দিয়েছিলেন আমাদের দেশপ্রেমিক বিপ্লবীদের
দল। মহান জানুয়ারি তুমি ফেব্রুয়ারি হও মার্চ হও
জুলাই-আগস্ট থেকে
নভেম্বর-ডিসেম্বর হও। তোমার ডালপালা গজিয়ে উঠুক
কৃষকের স্বপ্ন নরকের এই শহরটাকে সবুজ করে তুলুক
আমাদের আর্ত নদীগুলো বহমান হোক, দ্যাখো দিনগুলো
অনাহারে আর কেমন হাহাকারে কাটে
Leave a Reply
You must be logged in to post a comment.