রাত্রির ঝাঁকে ভরসাই নিয়তি আমার …

সিথানের কালঘুম করে কিলবিল 

ধারালো আঁধারে সারিনের ফণায়

ঘোমটা দিয়েছে প্রসন্নতা।

পা রেখে চলে গেছে পথ

ভিটেছাড়া সমুদ্র লুকোচুরি খেলে

ফুলে ফুলে রটে গেছে বিকৃত ছায়া

দানবের হুল্লোড়ে বিদীর্ণ মাটি।

প্রেতাত্মার পাললিক নষ্ট পরম্পরায় 

সুবোধ সম্ভাবনা হয়েছে জারজ।

অপাঙ্ক্তেয় বিদ্বেষে পৃথিবীর পথে

নেমে আসে দুর্বৃত্ত বিধ্বস্ততা।