নিঃস্ব ভাষাপত্র ওড়ে
রাত্রির পাঁজরে
নিদ্রিত বসন্তের মুখর পাখি
দেখার উপমা নেই,
পৃষ্ঠাজুড়ে অসমাপ্ত দীর্ঘবৃত্ত
অন্ধ দীর্ঘশ্বাস
ভুল ছন্দে রাত্রির বিন্যাস
বিমুখ তীব্র হাওয়ার নিচে
বিভ্রম শহর
অসম্পূর্ণ মানুষের ক্লান্ত কোলাহল;
কারা যেন ভুল পথে ফেলে গেছে ফুল
ধূলিপড়া ছেঁড়া বর্ণমালা,
ধু ধু কংক্রিটের সংক্রমণ
অন্তরা নেই অর্থশূন্য দুঃসহ চিৎকার-ধ্বনি
অনিদ্রার ‘করুণ কুসুম’
ক্ষিপ্র নোটবুক নেই দুপুরের
পাঠশালায় –
লাবণ্যকে আর হাসতে দেখি না বকুলতলায় –
Leave a Reply
You must be logged in to post a comment.