বাংলার সূর্য

অজস্র আলোর ঢল নামে
সারা বাংলায়
দৃষ্টির সীমানা ছাড়িয়ে
দিক থেকে দিগন্তও ভেসে যায়
আমি তাঁর অগ্নিগর্ভ চোখদুটো দেখি –
দেখি শ্যামল বাংলায়
লাল সবুজের মাঝে
ঠায় দাঁড়িয়ে রয়েছে অনিমেষ দৃষ্টিতে
চোখে তাঁর নিরন্তর সংগ্রামী স্বপ্ন
দীর্ঘায়ত দেহে
তাকিয়ে দেখছে সোনার এই বাংলা।
শীর্ণকায়, ক্ষুধার্ত, বঞ্চিত, দলিত বাঙালির
অসীম দুঃখ-বেদনা
ঝরে যায় সবুজ কিশলয়, চাঁদের আলোও
ম্লান হয়ে যায়
রাতের আঁধার যেন নেমে আসে
এই বাংলা নামের পথে-প্রান্তরে, মাঠে-ঘাটে
হৃদয়ে চেতনার মৃত্যু হয় ক্ষণে ক্ষণে
ভয়ের ভীত নেমে আসে চোখে
এ-সময় – স্বপ্নের অনন্ত ছুঁয়ে হৃদয়পটে ছুটে আসে
বাংলার আকাশে স্নিগ্ধ আলোর বন্যা
সংঘাতে সংগ্রামে – মঙ্গলপ্রদীপ হাতে নিয়ে
এক মহাযোগী আত্মপ্রত্যয়ী প্রাণপুরুষ।
মুহূর্তে নিঃসঙ্গতা চলে যায়
অজস্র পুষ্পিত পাপড়ির বৃষ্টি নামে
বহে ছন্দময় সাগরের অমিয়বাণী
বিশ্বময় নিঃসীম আনন্দে দোলে –
সবুজাভ শ্যামলা মা যে, ভালোবাসে
বাংলার এই জ্বলজ্বলে সূর্য শেখ মুজিবকে।