কী বাঁধনে বেঁধেছ এক অজানা অচিন মায়াবী সুরে
কত আকুতিতে চেয়েছি মুক্তি ছুটে চলে গেছি দিগন্ত দূরে
তবু সার্সির মতো মোহিনী মায়ায় রেখেছ জড়িয়ে মুগ্ধ করে
বারেবারে তাই ফিরে আসি এই জলজ বাংলার বিজন নীড়ে
স্মৃতির বাংলা সবুজ বাংলা এই বেহুলা বাংলার বিষাদ তীরে
নৌকা আমার তেরো নদী ঘুরে নির্জন এই ঘাটেই ফেরে
সব স্রোত যেন মেশে এই দেশে সব নদী মোহনায়
কিংবদন্তির এই দেশে এসে যেন সবার স্বপ্নযাত্রা ফুরায়;
আমিও পথিক পথ যে হারাব সে আর বিচিত্র কী
ভুলেছি তাই সব মান-অভিমান নীরবে পরাজয় মেনেনি
বেহুলা এবার তোমার ভেলায় চেপে দেখব বিশ্বজগৎ
কে জেতে কে হারে রণে-প্রণয়ে জিতে যায় কোন মত
আজ চিনি আমি পঞ্চবীথি কোন দিকে অমরার পথ
বিরুদ্ধ স্রোত যেন পাড়ি দিতে পারি নিয়ে বাংলার জয়রথ ॥
Leave a Reply
You must be logged in to post a comment.