ভাষা : বুকের বসন্তখোলা পাখি

প্রথম ভোরের রোদে জ্যোতির্ময়-ভাষা

পৃথিবীর প্রথম আলোর পাঠ

বুকের বসন্তখোলা পাখি

জানালায় যুবতী চোখের স্নিগ্ধ দ্যুতি স্বপ্নভূমি

তোমার আলোয় অমানিশার যন্ত্রণা ঢেকে রাখি

ভুলে থাকি যত দীর্ঘ হোক পথপ্রান্ত মাঠ-ঘাট

তুমি আমার অনন্ত নদীভাষা সুবর্ণ ঠিকানা

তুমি আমার গোপন ছায়া

তুমি আমার ভালোবাসার স্বপ্ন অশেষ কবিতা

তুমি রাত্রিখোলা নির্জন অক্ষরলেখা মুগ্ধ খাতা

জোছনা ফোটার বিরল মুহূর্ত তুমি, স্পর্শহীন

অনন্ত সুন্দর

বুকের গহিনে জেগে থাকা রাত্রিদিন

প্রিয় কণ্ঠস্বর