মাজেদুল হক
অর্বাচীন সময়ের অষ্টপ্রহরে স্পন্দিত হতে থাকে
ঘূর্ণায়মান কষ্টের মাতম।
নিয়তির মর্মমূলে
আশাতীত স্নায়ুকোষগুলো
মানবিক বিপন্নতায় মৃত নক্ষত্রের মতো অন্তরীক্ষ
আত্মকেন্দ্রিক মৃত্যুর সিঁড়ি বেয়ে অনুচ্চ চাতালে উঠি ধীরলয়ে
হিংস্র হায়েনার দলগুলো আঁচড় কাটে অবলীলায়
বিস্মিত হয়ে তাড়না জপি অথচ আমার কোনো নিজস্ব গন্তব্য নেই
নেই কোনো চেনা পথ, নেই পারাপারের খেয়াঘাট
নেই আলো-আঁধারির আধখানা চাঁদ, নেই কেবল নক্ষত্র
আছে বাঁধভাঙা নদী
আছে কান্নাভেজা মেঠোপথ
আছে শুধু ভাঙনের তীব্র বল্লম
আছে আগ্নেয়গিরির গলিত লাভা
আছে রোদেলা মেঘ
আছে বিষণ্ণ দুপুর।