ডাক

তুষার কবির

 

অরণ্যের গান শোনো; দূরগামী পাতার পয়ারে কে যেন বাজিয়ে যায়

রাতচেরা সুরের বেহালা।

 

হেমমেত্মর তারবার্তা কাঁধে নিয়ে – ধূলিওড়া গোধূলির পথে – মুঠোভরা

চিঠি হাতে হেঁটে যায় এক অলীক পিয়ন।

 

কড়ই পাতার মতো তিরতিরে হাওয়ায় দ্যাখো অপেরার ঘ্রাণ জাগে

নদীতীরে – নীলকণ্ঠী ডাহুকির বুক চিরে জেগে ওঠে বিকেলের

রাধাচূড়া – শঙ্খবুক ছাতিম বালিকা।

 

আর আমি বসে আছি ডালিমের দানাঝরা এক কুঠুরিতে – হেমমেত্মর স্বর

জাগে – পিয়াল ডালের নিচে বেজে যায় একটানা পাতার ক্বাসিদা।

 

হাওয়া ও হরিদ্রায় ডুবে আমি শুধু শুনে যাই দূরের পিয়ানো!