রোদ্দুরে ধুয়েছি গা প্রেমের ছোঁয়ায়
বাতাসে উড়ছে মন ডানা মেলা পাখি
নদীরাও কল্লোলিত মৃদু কুয়াশায়
সমুদ্দুর পাড়ি দেয় হৃদয়-জোনাকি
মানববসতি যদি গড়ে তুলি ঋণে
প্রেমের বন্ধনে বাঁচি রাতে ও দিনে
রক্ত দেখে কাঁপে বুক মানবার্দ্র মন
তবু যুদ্ধ ভিত্তিহীন রক্তপায়ীগণ
থামাও থামাও আজ যুদ্ধ-বিভীষিকা
এ-জগৎ মানুষের চির-অধিবাস
এক্ষুনি থামাতে চাই মৃত্যু-আণবিকা
এ-পৃথিবী শান্তিময় স্বস্তির নিশ্বাস
যুদ্ধের বিরুদ্ধে যদি রেখে যাই প্রেম
তবেই তো পৃথিবীটা হেমবর্ণা হেম
মানবমঙ্গল কাব্য লিখে যাই আজ
মানুষই তো সর্বসত্য বিশ্ব-মহারাজ
Leave a Reply
You must be logged in to post a comment.