সেকেন্ডের ব্যাকরণ

সেকেন্ডের ব্যাকরণ

প্রহেলিকাময় চাঁদ। ফাঁদ পেতে বসে আছে কেউ

অন্ধকারে অচেনা সব ঢেউ

অবজ্ঞা আর অস্থিরতা

কোথা থেকে আসে উড়ে ব্যাকুল মৌমাছি কিছু

প্রাচীন স্থাপত্যকলা

খসে পড়া কয়েকটি ইট।

সেকেন্ডের ব্যাকরণ

নিবিষ্ট চোখ প্রত্নতাত্ত্বিকের

জানি ফলাফল নির্ধারিত

তবু কেন এই অন্ধ সঞ্চালন!