নক্ষত্র পতন হলে যতটুকু ক্ষতি হয়
গতির স্বপক্ষে থেকে পা পিছলে পড়ে গেলে
তার চেয়ে বেশি ক্ষতি গতিহীনতায়।
প্রবঞ্চনার মতো হাওয়া যদি ভেঙে দেয় ডাল
সেই ডালে অপরাধী অবমুক্ত করে কবুতর
দূরের জানালা থেকে বিস্মিত এক চারুমুখ
হাওয়ার ভেতর তার দীর্ঘশ্বাস দ্রুত মিশে যায়
লবণ হ্রদের কাছে অসহায় দু-চোখের জল।
কঠিন পাথর ঘষে জ্বলে ওঠা শব্দ বিভূতি
প্রখর দুপুরে দ্রুত শুচিস্নিগ্ধ বিকেলের কাছে
অসহায় তেজহীন ম্রিয়মাণ সূর্যের পড়ন্ত শিখা
বিকেল তো ভোর নয় সন্ধ্যা নয় রাত্রিও নয়
বিকেলবেলার ফুল ভোরের গন্ধ ছড়িয়ে
অন্ধকার রাত্রিকেই আলোকিত করে
অসতর্ক মুহূর্তের ঢেউ অকস্মাৎ পাড় ভেঙে দেয়
নক্ষত্র পতন হলে স্তব্ধ হয় গতির কল্লোল।
Leave a Reply
You must be logged in to post a comment.