হঠাৎ আলোর শব্দ

দীর্ঘ নির্জনতার বিষাদ

বেদনার অজস্র পঙ্ক্তি, অবরুদ্ধ কষ্টকাল

ভাঙা করোটির ভেতর অশ্লীল কাঁকড়ার পা

বে-আব্রু রাত্রির লাল তৃষ্ণা 

বারুদের বিশ্রীগন্ধ, করুণ কলহ

দীর্ঘশ্বাসে বসে থাকা মাছরাঙাদের 

শূন্য ঠোঁট 

ঝরা পাতা বিষণ্ন দুপুর 

মাথা নিচু বাড়ি ফেরা বিমর্ষ হাটুরে 

হঠাৎ উধাও তার অন্তঃপুর 

তীব্র শূন্যতা জড়ানো 

পা

ছিঁড়ে নীলিমার স্বপ্নঘুড়ি

বাড়ি থেকে উড়ে যায় সব ঘরবাড়ি 

পড়ে থাকে ছাইরঙা ছায়া,

হঠাৎ আলোর শব্দ 

চোখের ভেতর ফোটে নক্ষত্রের 

চিত্রকল্প 

ভয় খোলা ক্ষিপ্রনদী – উজানের ঢেউ,

একদিন ফাগুন হাওয়ায় সকালের রোদে ভিজে 

নীলিমার নীল চোখ।