(রবীন্দ্রনাথের প্রতি আন্না তড়খড়)
পাশ দিয়ে হেঁটে যাচ্ছে চেনা গন্ধ, চুমুর আওয়াজ
ভুলেও তোমার চোখ তাকাল না কেন?!
একদিন, দুপুর-সময়
নির্জনতা কোলে নিয়ে পুরো বাড়ি ঘুমে
আমিও তোমার কোলে মাথা পেতে আছি
পাত্র থেকে উপচে পড়া জলের মতোন
সরল আনন্দ নিয়ে বলি :
আমার দোপাট্টা যার মুঠোগত হবে
সে-ই পাবে শর্তহীন চুমুঅধিকার
যথেষ্ট আকাক্সক্ষা মনে। সমাপ্ত করেছি
স্বল্পস্থায়ী ঘুমঅভিনয়
আমার দোপাট্টা দেখি পূর্বস্থানেই আছে!!
ছোটবড় এত সম্ভাবনা
অসার, অন্ধতা নিয়ে তুমি যেন মৃতবৃক্ষছায়া!
(আছ, কিন্তু স্পর্শের অতীত)
এসব তোমার ভান? পলায়ন? নাকি
অমূলক আত্মসংবরণ??
উত্তর খুঁজিনি –
যদি হেরে যাই
যদি জিতে যাই
সব প্রশ্ন মিটে গেলে, মরে যায় প্রেমের হৃদয়!
Leave a Reply
You must be logged in to post a comment.