অনাগত দিনের প্রতিশ্রুতি

তুমি শিখিয়েছ ভোর, পাখি ডাকে

জারুল পাতার দোল

ফাঁকে ফাঁকে লেখা

আকাশের স্বরলিপি;

তুমি শিখিয়েছ সুখস্পর্শী বাতাসে

সুগন্ধি সঞ্চালন

মৌন অধর, বুক … ভালোবাসা

অনুরাগে সিক্ত নিঝুম

অভিভূত দিগাঙ্গন,

দ্যুতিময় উঠানের স্মিতমুখ;

তুমি শিখিয়েছ গন্ধজ বকুল

শান্ত নীরব ভোরের মাধবীলতা

সূর্যের পক্ষমত

মৌন মুখর সুখ;

সুন্দর হে শুভ আলোকের আগমনে

ঝর্ণার অনুলিপি মন খুলে

পথের গল্প শিখিয়েছ,

মানবিক অনুভূতি

অনাগত দিনের প্রতিশ্রুতি।