আকাশপ্রদীপ

কালীকৃষ্ণ গুহ

 

অন্ধের সাহস নিয়ে রাস্তায় বেরোই।

হিম পড়ে।

অনিঃশেষ হেমন্তকাল।

কতকালের আকাশ মাথায় নিয়ে

প্রতিদিনের ভ্রমণ!

 

শূন্যতার ওপারে ঈশ্বর আছেন ভাবতে পারলে

আনন্দ হতো।

কিন্তু তা হবার নয়।

আনন্দের উৎসগুলি খুঁজতে হবে

গাছপালার মধ্যে

পশুপাখির মধ্যে

পোকামাকড়ের মধ্যে

সমুদ্র আর অরণ্যপর্বতের নৈঃশব্দ্যের বিস্তারের মধ্যে

আশায় বুক বেঁধে উঠে দাঁড়ানো মানুষের মধ্যে।

 

আকাশপ্রদীপ জ্বলে –

কোনো প্রশ্ন স্পর্শ করে না তাকে

কোনো উত্তর তাকে স্পর্শ করে না।

শুধু হেঁটে যাওয়া। হিম পড়ে।

 

আকাশপ্রদীপ নেভে।

 

কোথাও কি পৌঁছতে চাই?