আবুল হাসনাত বাড়ি নেই

No day is safe from news of you

                        – Sylvia plath.

‘ইস্টিমার সিটি দিয়ে যায়’ –

পৃথিবীর এত আলোর নিচে হারানো

পথের দীর্ঘ বিস্তার

চোখে প্রত্ন মেঘের কুহক

আপনি কোন হারানো সিঁড়ির চাবির খোঁজে ব্যস্ত –

মুখর শূন্যতার ছায়াশব্দের ভিড়ে,

আপনার সেই আগানবাব দেউড়ি নিরুত্তর

প্রিয় ৯২ যুগীনগর বলেছে, ‘হাসনাত বাড়ি নেই’

শুধু ধু ধু নিঃস্বতার দাগ লেগে আছে

গভীর লাবণ্যের ভেতর;

৩৬ পুরানা পল্টন আপনাকে দেখেনি –

আপনার নিঃসঙ্গ চেয়ারে বসে আছে

নিঃশব্দ করুণ খাঁখাঁ-শূন্য

দীর্ঘশ্বাস

আপনি এখন কোন ‘ভুবনডাঙায় …’?

ইস্টিমার সিটি দিয়ে যায় –

আপনার আনন্দ-ভালোবাসার অশ্রুলেখা সেই

প্রিয় ‘দিঠি’ ভীষণ কাঁদছে

আপনার উপস্থিতি অতীব জরুরিকালি ও কলম আপনাকে খুঁজছে …