আমি খুব হারিয়ে গেলাম

কদম পাতায় ফেলে দেওয়া হলো আগুন

রাত যখন সকাল ছুঁইছুঁই

দেখা গেল পুড়ছে না কিছুই

শুধু হেঁটে আসছেন তারা

কদমফুল মুখে নিয়ে আগুনেরা

তারা

আগুনেরা

হেঁটে এসে বলল

তোমরা কি জেনেছ হলুদ ফুলের নাম

হাজার হাজার মাইল পথ বেয়ে আমরা এলাম

পথ বেয়ে চলে গেছি

বইয়ের মলাট থেকে শিশিরের জলে

শিশিরের জল থেকে শেষ পৃথিবীর ঠিকানায়

আমরা বললাম

তবু পাই না তো সেই ফুলের নাম

শুধু

আলোর শাখায় খেলা করে পালকেরা

রেণুর গন্ধ বুকে নিয়ে তবু

আমরা চললাম

আমাদের ফুলগুলো বেসামাল বন্ধনী

মনে পড়বে নাম তার এক্ষুনি

তোমাকে আষাঢ়স্য