আলোহাসির প্রতিধ্বনি

ইকবাল আজিজ

ঝড়ের মাঝে সাগরজলে আলোহাসির প্রতিধ্বনি –
শুনতে পাও জীবনজুড়ে বাঁশির সুরে ভাগ্য নাচে?
জীবনজুড়ে তারার মেলা জন্ম আছে মৃত্যু আছে
বিষাদ বেলা।
গভীর কালো কষ্টগুলি শুনতে পাই বৃষ্টি হয়ে
বরষা রাতে টিনের চালে –
আলোহাসির প্রতিধ্বনি ঘুমের ঘোরে জমির আলে।

খুঁজতে থাকি অন্ধকারে আলোহাসির প্রতিধ্বনি
কেমন যেন ফুটতে চায় গোলাপ হয়ে রাতের শেষে হিমেল হাওয়া –
হঠাৎ যেন খুঁজে পাওয়া জেনেটিকের স্বভাবছবি
এভাবে হায় মহাজগৎ জীবনজুড়ে ভাবের কবি –
হৃদয়মাঝে গাইছে গান জোড়াসাঁকোর গানের রবি।

বিগব্যাঙের আলোর কথা আমার শুধু মনে পড়ে –
শূন্য থেকে কোটি বর্ষ অনেক কথা কালের ঝড়ে;
তখন কে যে আসবে কাছে তত্ত্ব ফুঁড়ে?
আলোহাসির প্রতিধ্বনি ছুটেই চলে দূর অজানায়
সমাজনদী পাথরনদী ভুল ঠিকানায় –
আলোহাসির প্রতিধ্বনি বাজতে থাকে মন-মোহনায়।¬