ঈশ্বরচন্দ্র নিবাস

বাংলার চৈতন্য থিতু হয়ে ছিল ঈশ্বরচন্দ্র নিবাসে

কবিতার অদম্য রাঙা সাহস ছিল ঈশ্বরচন্দ্র নিবাসে

দাঁড় বইঠা মাঝি ছাড়াই হঠাৎ এক

মহাজাগতিক নৌকো এলো দরজায়

কেঁপে উঠল চৈত্য দীর্ঘ পৃথিবীরেখা

আগে রাজার দিকে আঙুল তুলে গান গাইত বিবেক

মনের সঙ্গে মিলে যেত সেই সুর

এখন

ছেঁড়া কাগজের একঘেয়ে সামাজিক পালা

যার গরল সংলাপে জীবন গোঙায়

সময়ের টেবিলে

তেত্রিশ অস্থিগঠিত কলমখানি এখনো জীবিত

আপনি আছেন –

এই সান্ত্বনা আমাদের ঈশ্বরচন্দ্র নিবাসে