দু‌র্নিবার বেদনার পাশে রৌদ্র-আক্রান্ত অ‌পেক্ষা 

বৃহস্প‌তির দি‌কে মুখ ক‌রে ব‌সে আ‌ছে উচাটন! প্রেম

অ‌প্রেমের মগডা‌লে ঝু‌লে আ‌ছে তাবৎ ঐশ্বর্য! য‌দিও

আজকাল সবকিছু  অন‌্যরকম গভীর ক্ষত আর মৃত্যুর

ম‌তো! আ‌দিগন্ত গমক্ষেত, দলবদ্ধ ভেড়ার কৌতূহল 

পেছ‌নে ফে‌লে চ‌লো যাই পৃ‌থিবীর শেষ ল‌গ্নে। যেখা‌নে

নিখুঁত বিস্ময় থে‌কে হৃদ‌য়ের ওপর গ‌ড়ি‌য়ে পড়ে

মা‌র্বেলঘু‌ড়ি। কা‌লো মে‌ঘের ভেতর দি‌য়ে উ‌ড়ে আ‌সে

বি‌কে‌লের মি‌হি রং! একদা উপকূল ভে‌ঙে ব‌্যর্থতার 

যুগপৎ উল্লাস চোখ ও বি‌বে‌কের পা‌শে হে‌লে থাকত!

এখন বিমর্ষ চাঁ‌দের আ‌লোয় প্রেম, স্বপ্ন, মায়া ধূসর হ‌তে

থা‌কে ক্রমাগত। ভু‌লে যাবার প্রাক্কা‌লে ঘ্রাণ ও বিস্ময়

স্পষ্ট হ‌তে থা‌কে। স‌ন্দে‌হের বিষযুক্ত হাওয়ায় তামা‌টে

দুপুর ক‌্যানভাসজু‌ড়ে বাজায় হা‌ড়ের হারপুন

পেছ‌নে প‌ড়ে থাক ষাঁ‌ড়ের দঙ্গল, অরণ‌্যভয় আর 

মি‌থ্যেবাদী রাখা‌লের গল্প …

Published :


Comments

Leave a Reply