একদিন দিকচিহ্নহীন বিষণ্নতায়

দেখেছি নৈরাশ্য কথা বলছে ভাঙা শরীরের সঙ্গে

অলীক বিশ্বাস দোল খায়

তুলসীমঞ্চ ও ধ্বংসস্তূপে

ঘাতকের হাতের থাবায়

পূর্ণিপুকুর, দলিল দস্তাবেজ, ঘরদোর, পাঁজিপুথি

উধাও হলো আর্তনাদ আর বর্বরতায়

বুনো পশু ছিন্ন করলো

মালতী আর মিনতির দেহের সুষমা

জীর্ণ ও শীর্ণ হয়ে

যন্ত্রণায় স্মৃতির পথরেখা হয়ে

সীমান্তের দিকে হারিয়ে গেল

ডাবল-ডেকার বাসে

যে তরুণী ঊর্ধ্বাকাশে চেয়ে আছে

তাকে বলি

তুমি যাও, খোঁজো আর খোঁজো।

তোমার জন্য বুকের রক্ত ঝরিয়ে

অপেক্ষা করছে চিত্রবিচিত্র আলপনা

আর আশা-নিরাশায় শত সহস্র মানুষ

স্বপ্নের ভিতরে থাকে স্বপ্ন

সংঘর্ষ ও বিষাদ প্রতিমায়

মুখোশ আর মুখোশের খেলা আর নয়

কবিতা কল্পনালতা নয় আর …।

পুনশ্চ :

আমাকে বিস্মিত করে ফেসবুকে আমার এ-লেখার অন্যতম প্রতিক্রিয়া আসে স্বয়ং মন্দিরা নন্দীর (ভট্টাচার্য্য) কাছ থেকে। প্রায় সঙ্গে সঙ্গে। ভারত থেকে। আমি বিমোহিত। নিচে মন্দিরা ভট্টাচার্য্যরে  সেই সংক্ষিপ্ত জবাব ও আমার প্রতি উত্তর দিলাম।

Mandira Bhattacharya

Purabi, আপনার লেখাটা মর্মস্পর্শী। Hasnat সাহেবের মৃত্যুর কয়েকদিন আগেই কথা হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে উনি চলে যাবেন। ওর সাথে আমার বইটার সূত্রে আলাপ। সেটা যে এত তাড়াতাড়ি চুকে যাবে ভাবিনি। আমার বিনম্র শ্রদ্ধা রইলো ওর স্মৃতির প্রতি। পরিবারের সবার জন্য আমার শুভ কামনা। Purabi Basu : Mandira Bhattacharya (মন্দিরা নন্দী) আমি কল্পনাও করতে পারিনি ফেসবুকে আমার এই সামান্য লেখাটুকু আপনার চোখে পড়বে এবং আপনি আপনার প্রতিক্রিয়া জানাবেন। শেষ ক’বার হাসনাত ভাইয়ের সাথে কথা বলার সময় আপনার বইয়ের প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে। আপনাকে জীবনে কোনদিন দেখিনি। আপনার বোন ইন্দিরাকেও নয়। কিন্তু আপনি জানেন কিনা জানি না আপনারা দুজন এদেশের অনেকের কাছেই কিংবদন্তীসম। আমার স্বামী জ্যোতিপ্রকাশ দত্তের কাছেও শুনেছি আপনাদের বহুমাত্রিক গুণের কথা। দূর থেকে দেখে বা শুনে আপনাদের গুণমুগ্ধের সংখ্যা কম নয়। ফলে দেখা না হলেও আপনি আমার কাছে অপরিচিত ছিলেন না। আর তাই আপনার এই জবাবে আমি খুব-ই আনন্দিত হয়েছি। আমার বাবাও ডাক্তার ছিলেন। জটিল রোগী নিয়ে ডাক্তার নন্দী মানে আপনার পিতার সঙ্গে পরামর্শ করার জন্যে বাবা নিজে বেশ কয়েকবার মুন্সীগঞ্জ শহর থেকে আপনার বাবার কাছে গেছেন ঢাকায়, সেতো মনে হয় আরেক জন্মের কথা। আপনারা ভালো থাকুন। রাজনীতি যা-ই করুক, বাংলার অধিকাংশ মানুষ আজো আপনাদের কথা মনে রেখেছে। আপনাদের প্রতি তাদের অনেক ভালোবাসা। আমার তরফ থেকে আপনাকে শুভকামনা সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবনের জন্যে। সেই সঙ্গে আপনাদের সকলের জন্যে বাংলাদেশের উষ্ণ ভালোবাসা।