এক আকাশ কবিতা লিখব

নাসরীন নঈম

একলা যখন বসে থাকি
আপনমনে ভাবতে থাকি তোমার কথা
বাবার কথা যখন দেখি
আকাশজুড়ে মেঘের ঘটা।

মেঘবালিকা কোথায় তুমি
ভেবেছিলাম আকাশজুড়ে লিখব আমি
আমার যত মনের কথা – মেঘটা হঠাৎ
কেমন যেন রাগ করেই কি উড়ে গেল, তবু ভালো।

বরফকুচি বৃষ্টি মাথায় ছাদের ওপর
হাঁটতে থাকি – হলুদ বাড়ির জানলা থেকে
কে যেন লুকিয়ে দেখে শব্দ করে প্রশ্ন করে
বৃষ্টিধারা চোখের ভেতর এত ছিল?

হায় আমি কি বলতে পারি কে তুমি হে
আর্যপুত্র লুকিয়ে লুকিয়ে দেখছো আমায়
কাপড়-চোপড় সব ভিজেছে মনটা এবার
ডুবেই গেল গলির মোড়ের জমা জলে।