কোথায় হারালো ধ্রুপদী প্রেম

নাহার ফরিদ খান
মনে হয় বোধশূন্য মাথা নিয়ে ঘুরছি আজকাল
পাখির গান ছাড়াই যেন শুরু হয় সকাল
এলোমেলো ভাবনার আবর্তে ঘূর্ণায়মান জীবন
প্রসন্ন সকাল, বিষণœ বিকেল উন্মনা করে না
অপার সমুদ্র কাছে ডাকে না হাতছানিতে
সবুজ অরণ্য আর ফুলপাখি মুগ্ধ করে না
চন্দ্রালোকিত প্রহর স্বপ্নাচ্ছন্ন করে না মন
রুপালি বৃষ্টিতে ভেজে না বসন
হৃদয়ের নীলাকাশে অমাবস্যা
স্বপ্নের ঘুড়িরা ওড়ে না যখন তখন
ভালোবাসা হৃদয়ের কন্দরে উষ্ণতা ছড়ায় না
তাহলে কোথায় হারালো পুলকিত হৃদয়
কোথায় হারালো ধ্রুপদী প্রেম!

Published :


Comments

Leave a Reply