গেরিলা, ফটোগ্রাফার

সরকার মাসুদ
গেরিলার জন্মভূমি জাঙ্গালিয়া
মৃত্যুভূমি জাঙ্গালিয়া
পাহাড়ের ঘন বাদাড়ের তীব্র সবুজ ঝাঁঝালো গন্ধে তার মাথা ভারি
তখন ট্রিগারে টিপ!
বিমানাকৃতি ধাতব পাখিটি স্বাধীন হাওয়ায় ডিগবাজি খায়
তার মাথায় আগুন
মাটিতে পড়ার আগে পাখি ডিগবাজি খায়!

গেরিলার অশেষ বেদনা হয়েছে বুলেট;
তাকে খুঁজে পাবে বলিভিয়ার, দিঘিনালার মহাসবুজে
তীব্র প্রেমের ঝাঁঝালো আরকে চেতনা ধূসর হয়েছে যখন
বমির সময় গাছপালা তার মাথা চেপে ধরেছে যখন; ট্রিগারে হাত!

পেশাদার ফটোগ্রাফার চলে জলে-জঙ্গলে
ঠিক আছে অ্যাপারচার, সাটারস্পিডও ঠিক আছে
ঠিক আছে গুলির আগে ছবিময় বিকালের আলো
লেন্সের ভেতর নান্দনিক দূরত্বে যখন এগিয়ে এসেছে টার্গেট,
ধ্বনিময় সাটারে টিপ!
ঘুম-ঘুম চোখে পাতার গভীর থেকে চেয়ে থাকে ক্লোরোফিল
পুনর্জন্ম নেবে বলে সে ক্যামেরার ফাঁদে পড়ে বারবার
দুটোই যন্ত্রণাকর যন্ত্র – ক্যামেরা ও মেশিনগান
দুজনেই নিশানাসঠিক যোদ্ধা – গেরিলা ও ফটোগ্রাফার
দুজনেই অপেক্ষায় থাকে কখন রেঞ্জের ভেতর এসে পড়বে শিকার!

গেরিলা জন্ম নিয়েছে বিশাল প্রেমের শিকড় থেকে
ফটোগ্রাফার জন্ম নিয়েছে জল ও স্থলের গেরুয়া শ্যামল দোটানায়।