ঘর

মাহফুজ পারভেজ

 

শরীর গড়িয়ে নামছে নিশীথ ছায়ামাখা বয়সের বলিরেখা

অন্ধকার ক্রমাগত প্রদোষের দরোজায়

আমি দেখি, আমার তাপিত ঘর আলো ও আঁধারে ঘুরপাক খাচ্ছে

একটি একাকী তারার নিয়তি নিয়ে

অতলান্ত নিঃসীমে।

তথাপি আগলে রেখেছি যে-ঘর

সে-ঘর আমাকে নয়, খোঁজে অন্য কোনো ঘর

যার ঠিক-ঠিকানা লেখা নেই পাঠ ও পুস্তকে।

 

হৃদয়ের মাঝখানে

মাঝে মাঝে

উছলায়

অনাথ-অনাদি ভূমি

তুমি আমি

ঘরে-ঘরে ঘর বেঁধেও খুঁজেছি সেই ঘর।

 

বয়সের ছাপ জীবনের তাপ

শরীরের এত কাছের অচেনা ঘরের সন্ধানে

প্রহরামেত্ম অমর আশ্রয় চায়

অসীমান্তিক প্রেমের দুর্মর প্রত্যয়ে।

 

শরীর ছায়ার মায়ায় আলো ও অন্ধকারে

অলৌকিক ঘর চায়

দৃশ্যমান অনেক ঘরের নীরব ক্রন্দনে।

 

মানুষ আসলে উদ্বাস্ত্ত ঘরে বা শরণার্থীপূর্ণ ত্রাণের শিবিরে…