চৈত্রে যখন বৃষ্টি ঝরে

আসাদ মান্নান

আলো মুখে তার যাত্রা;

গোল চাকতির অর্ধাংশে ঘুরতে ঘুরতে

দিবসের শেষ হাসি

চোখের নিমিষে

মহাশূন্যতার গহন অতলে

কী নিঃশব্দে নেমে যায়!

এমন অপূর্ব সন্ধ্যা যেন

বুকে নিয়ে বহে যায়

আমাদের নদীগুলো।

আকাশের ছায়া থেকে

তারপর

নিবিড় রাত্রির

আঁচল জড়িয়ে গায়ে

হাওয়ার ডানায় চড়ে

বৃষ্টি নামে;

সীমাহীন দিগন্তের বাঁকে

অগণিত শাস্তির বেলুন ওড়ে

প্রতিটি বেলুন থেকে বের হলো

জোড়া জোড়া শাদা কবুতর

ওঁম শাস্তি ওঁম শাস্তি

খরাদগ্ধ

জরাক্লান্ত

হিংসায় আক্রান্ত

পৃথিবীতে

অবিরল প্রশাস্তির

বৃষ্টি ঝরে, বৃষ্টি …