ছায়াতে বিলীন

যখন নিজের ছায়াকে আর দেখা যায় না

চিত্ররূপ মনের ভেতরে থেকে

প্রখর দুপুরবেলায় পারম্পর্য রেখে

যে-ছবি ভেসে ওঠে চোখের সমুখে

চোখের পেছনে ঠিক অন্যরূপ।

মধ্যদুপুরে বদলে যায় ছায়া-প্রচ্ছায়া

কখনো নিহিত হয় কিংবা নিহত হয়

মিশে যাওয়া রোদের ভেতর

নির্ণীত মুখের কাঠামো খুঁজতে গিয়ে

নিজের ছায়ার সাথে নিজেকে মেলাতে ব্যর্থ

এই আমি ছায়াতে বিলীন।

কখনো কখনো ছায়া প্রত্যক্ষের চেয়ে দৃঢ় হয় …