জৈব বাহানা

অলোক সেন

 

প্রণয় নেমেছে ঝেঁপে

কাঁড়বাঁশও লেগেছে পিছনে,

সরসর সরসর খরিশের অভিসার

আধো নিপাট, আধো খচ্চর।

 

পুঞ্জিত কুঞ্জে হারালো পথ

সে-ঠিকানা কে বা জানে

পাতার ওপরে চাঁদের গহনা নামে-

জাগে সংশয়, সে কি আগুন লাগাবে!

 

সুমতিকে ছিন্ন করে রাধাকে এনেছে টেনে

সুরা ও দ্রাক্ষা পথে দু-একটি শায়র

তবু, আটচালাটির পাশে পড়ে আছি

 

বন্ধু দুয়ার,

অর্গলহীন এ-মাহ ভাদর।