তোমাকে দেখেছি একদিন

তোমাকে দেখেছি একদিন অষ্টাদশী

আনমনে ব্যাকুল বাতাসে

সৌরভ-বকুল হেসে

তুমি করেছো রুক্ষ ধরণিরে

স্নিগ্ধ-আকুল সজীব দুপুরে

এখনো তোমার জন্য

জেগে থাকে রাতের পূর্ণশশী

তোমাকে দেখেছি একদিন অষ্টাদশী

অনন্ত সম্ভাবনার অনন্য উষসী

ভোরের আলোয় ধানের বুকে শিশিরবিন্দু

ঝলমলে জ্যোতিতে তুমি ঢালো স্বপ্নের সিন্ধু

তখনো নিঃসঙ্গ প্রান্তর জুড়ে সারস ডাকে উপোসী।

তোমাকে একদিন দেখেছি অষ্টাদশী

শান্ত পুকুর জলের ধারে

মর্ত্যরে বিমূর্ত মূর্তি একাকী উদাসী

সুখী জীবনের বীজ বুনে যাও বারে বারে

সংগ্রামী মানুষের হৃদয়ে পার্থিব রমণী তুমি অপার্থিব রূপসী।