দুটি কবিতা

মুস্তাফিজ রহমান

 

এক

 

তীর্থে গেলে সাথে নিও আমায়, রেখে এসো কোনো এক নদীর

কিনারে, শাপলার ডগা মেপে মেপে সন্ধ্যায় ফিরব কোথাও।

রাতভর আঁধারে বিলাস করে ঝিঁঝিঁ পোকার গল্প শুনতে চাই,

পূর্ণ চাঁদের ছলনায় নাই বা গেলাম! বুনো ঘাস যদি কিছু বলে,

কান পেতে থাকি, এমন কিছু, তেমনি গোপন, বলেছিলে তুমি

হয়তো কোনো একদিন, বিশ্বাসঘাতক মুহূর্তের প্রলোভনে যদি

ঘাস, হোক না বুনো, ফাঁস করে যদি! সূর্যের অপেক্ষায় থেকে

কখনো কি কেউ নিরাশ হয়, হয়তো না, তবে কথা থাকে বড়,

থেমে যাওয়া থাকে, মিশে যাওয়া থাকে। অদূরে অনেক কথা,

অনেক বড় আয়োজন, এপাশে গ্রহের বিলোপ, ঘণ্টার দোলন।

 

দুই

 

ঘুমাও পরী, স্বপ্ন রঙিন সুখে

একটি রাতের সব তারা বুকে

আকাশের সব মেঘ, সব কালো

হুমকি ব্যর্থ, রক্তজবার আলো

মধ্যরাত্রির অভিসার হবে

প্রতিশ্রম্নতি ছিল সে কবে

কয় ব্যাগ লাল রক্ত নিলে

এক ফোঁটা বেগুনি অর্কিড মিলে?