দেখি অট্টালিকা টালির ছাদ

সেলিম মাহমুদ

 

কিছুই কি নেই গড়ার?

গড়বেন একা শুধু রমাকান্ত কামার

অথবা শ্রীকান্ত-পর্ব পড়ে, মজে যাব বারবার

এই দেখি সেই দেখি উত্তম-সুচিত্রা দেখি আবার

পুরনো চাল ভাতে বাড়ে

হা-ভাতে চেনে ভাতের বেগার

প্রজন্ম-নতুন চেনে চিকেন সসেজ আর বার্গার

দেখি অট্টালিকা টালির ছাদ

ড্যান ব্রাউন হিমু হুমায়ূন

আজ কিংবা গত, ভুলে থাকি আকছার

চাকরি খুঁজি পেরেশানে, বাপ-দাদার পেশা ছিল কারবার

বনৌষধি আয়ুর্বেদ ছেড়ে, পড়ি মার্কেটিং-গুরু কোটলার

আমাদের, তাহাদের, আর কী দরকার?