বিবরণ

[কবি শ্যামলী মজুমদার, প্রীতিভাজন]

মাকিদ হায়দার

 

ছেড়ে এলাম, ফেলে এলাম,

বাঁশবাগানের মাথার ওপর

দুই শালিকের ঝগড়া-বিবাদ।

হুতোম এবং লক্ষ্মীপেঁচার

আলাপ বিলাপ।

 

ফেলে এলাম, ছেড়ে এলাম,

সরল মুখের করুণ চোখের

ভেজা পাতা।

যে-পাতাতে লেখা ছিল

সময় পেলে বেড়িয়ে যেয়ো,

দেখতে পাবে কেমন আছি

মাঘ পৌষে আসো যদি।

 

বসতে দেবো চোখের পাতায়, সেলাই ছাড়া

নতুন কাঁথায়

জড়িয়ে দেবো সোনার দেহ

যাবার সময় বলে দেবো

কষিটানা খাতার ভেতর লেখা আছে

আমার ব্যথার সব বিবরণ।

 

ছেড়ে এলাম কষিটানা খাতার পাতা,

তোমায় আমি ছেড়ে এলাম।

আমি ছিলাম তোমার পাশে

দোহার পাড়ায়

জাগীর গিরাজ। মনে রেখো।

 

বেঁচে থাকুক অাঁকের খাতা।

দুই শালিকের ঝগড়া-বিবাদ।